উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকা থেকে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো মধ্যমগ্রাম থানার পুলিশ।তাদের কাছ থেকে ৭৫৮ কেজি গাঁজা উদ্ধার হয়।এ যাবদ কালে এতো বেশি পরিমাণ গাঁজা এর আগে উদ্ধার হয়নি। গোপনসূত্রে খবর পেয়ে, পুলিশ গঙ্গানগর মাঠপাড়া এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে। এই গাঁজা ব্যবসা সাথে যুক্ত রুপান্তর বৈরাগী ও বাপ্পা হক নামে দুজনকে গ্রেপ্তার করে ।সূত্র মারফত জানা যায়, এই গাঁজার ব্যবসার সাথে আরও একজন জড়িত আছেন। কিন্তু তাকে ধরা যায়নি,সে অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায়।অভিযুক্ত দুইজনকে বারাসত আদালতে পাঠানো হয়েছে,একই সাথে উদ্ধার হওয়া ৫৭ বস্তা গাঁজা, যার ওজন ৭৫৮ কেজি পাঠানো হয় বারাসত আদালতে। এই চক্রে বাকিদের খুঁজতে শুরু হয়েছে অভিযান।