রবিবার রাতে গার্ডেনরিচে আজহার মোল্লা বাগানে নির্মীয়মান বহুতল বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই এই নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী ছোট ছোট বাড়ির উপর। এই ঘটনায় প্রচুর মানুষ ওই ধ্বংসস্তূপ চাপা পড়ে। তৎক্ষণাৎ গার্ডেনরিচ থানার পুলিশ, দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়।সেখানে আজ সকাল ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ৷ এদিন গার্ডেনরিচে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়
এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালও। যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন, সেখানেও যান মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার পাশাপাশি আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ৷ নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ গার্ডেনরিচের ঘটনায় দুঃখপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’’