কলকাতা

গার্ডেনরিচ কাণ্ডে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ৩জনকে শোকজ মেয়রের

গার্ডেনরিচকাণ্ডে কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের। ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে শোকজ করল পুরনিগম। একইসঙ্গে শোকজ করা হয়েছে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকেও। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তিনজনকেই। মেয়র ফিরহাদ হাকিম কারণ দর্শানোর চিঠি ধরিয়েছেন ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে। তিনজনকেই জানাতে হবে, কেন এমন ঘটল? তাঁদের নজরদারির মধ্যে বিষয়টি থাকার কথা। তারপরও কেন ফাঁক রইল। এমনকী এই নির্মাণের অনুমতি খারিজ করে দেওয়ার পরও কীভাবে তার কাজ শুরু হল, তা নিয়ে উত্তর চান মেয়র। গার্ডেনরিচের এই ঘটনার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। পুলিশ নিজেই খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।