উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাস নিয়ে বড় খবর। রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের তরফে রান্নার গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় আসা সুবিধাভোগীদের এই ভর্তুকি দেওয়া হবে। এর আগে পয়লা অগাস্ট পেট্রোলিয়াম সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিল। তবে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১১০৩ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারের দাম ছিল ১১০২.৫০ টাকা, কলকাতায় ১১২৯ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত: কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, উজ্জ্বলা প্রকল্পের অধীনে LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা কম হবে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকার গত বছরই স্পষ্ট জানিয়েছিল, শুধুমাত্র উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাই রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন। অন্য কাউকে রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হবে না। উজ্জ্বলা প্রকল্পের অধীনে, সরকার ইতিমধ্যেই ২০০ টাকা ভর্তুকি দিচ্ছে।