দেশ

২ দিনের ভারত সফরে দিল্লি এলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ

 দু’দিনের ভারত সফরে দিল্লি এসে পৌঁছলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। আজ, শনিবার সকাল ৯টা নাগাদ তিনি দিল্লি এসে পৌঁছন। বিমানবন্দর থেকে তাঁকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা হয়। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক বিশেষ সমারোহের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। তারপর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রাথমিক কথাবার্তা সারেন জার্মান রাষ্ট্রপ্রধান। আজ সারাদিন দেশের রাজধানীতে জার্মান চ্যান্সেলরের একাধিক কর্মসূচী রয়েছে। প্রথমে দিল্লিতে একটি ব্যবসায়ীদের সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। এরপর সন্ধ্যেবেলা বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, গ্রিন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত সহায়তা সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতি ও অনৈতিক গতিবিধি নিয়েও কথা হতে পারে তাঁদের মধ্যে। বৈঠকের শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন স্কোলজ। এর আগে দু’বার মোদি ও স্কোলজের মুখোমুখি কথা হয়েছে। এটি তাঁদের তৃতীয় সাক্ষাৎ।