জেলা

হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় লাইনচ্যুত পণ্য়বাহী ট্রেন, ব্যাহত খড়গপুর শাখার রেল পরিষেবা

সাঁকরাইল এর কাছে লাইনচ্যুত পার্সেল ট্রেন। যার জেরে রবিবার হাওড়ার বিকেলে দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত হয় রেল চলাচল। সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী ট্রেনটির কামরা বিচ্ছিন্ন হয়ে লাইনচ্যুত হয়ে যায় । ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে লাইনচ্যুত ট্রেনটি অন্য লাইনে সরিয়ে নিয়ে যাওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফে ৷ দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়েছিল লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এমনকি বাতিল করা হয়েছিল একাধিক ট্রেনকে। হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, হাওড়া-টাটা স্টিল এক্সপ্রেসের পরিষেবা বিঘ্নিত হয় ৷ স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। সূত্রের খবর, দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ওই ট্রেনে অতিরিক্ত পণ্য বোঝাই করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে।