পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হল। রবিবার, ১ অগস্ট থেকে জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ছুটল পণ্যবাহী ট্রেন। পাথরবোঝাই ৪০ টি রেক নিয়ে ট্রেনটি রওনা হয় হলদিবাড়ি স্টেশন থেকে। তা গিয়ে পৌঁছয় চিলাহাটি স্টেশনে। অনেক আগেই এই রেলপথ চালু হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা থমকে ছিল। অবশেষে অগস্টের ১ তারিখ থেকে ট্রেনের চাকা গড়াল হলদিবাড়ি-চিলাহাটি রুটে। উল্লেখ্য, ১৯৬৫ সালে হলদিবাড়ি-চিলাহাটির এই রেলপথ বন্ধ হয়ে গিয়েছিল। ৫৬ বছর পর, ২০২০ সালের ডিসেম্বর মাসে পুনরায় এই পথে রেল যোগাযোগের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার রেলপথের সূচনা হলেও করোনার কোপে পরিষেবা শুরু হয়েও বন্ধ হয়ে যায়। রবিবার ফের এই পথ ধরে ছুটল পণ্যবাহী রেল। পাথর বোঝাই ৪০ টি রেক নিয়ে এনজেপি, জলপাইগুড়ি, হলদিবাড়ি স্টেশন হয়ে ভারতের পণ্যবোঝাই ট্রেন গিয়ে পৌঁছল বাংলাদেশের চিলাহাটি স্টেশনে।