কলকাতা

‘পুলিশ সংযত ছিল’, বুধবারের বিজেপির ডাকা বনধ মানা হবে না, সরকারি কর্মচারীদের অফিস আসতে হবে, ঘোষণা রাজ্য সরকারের

বিজেপির ডাকা বনধ মানা হবে না। রাজ্য সচল থাকবে। সরকারি কর্মচারীদেরও অফিসে আসতে হবে। দোকানপাট খোলা থাকবে। পরিবহন ব্য়বস্থা সচল থাকবে। রাজ্য সরকারের তরফে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, বনধের সংস্কৃতিতে বাংলা বিশ্বাস করে না। সেই কারণে বনধ করা চলবে না।  মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামিকাল রাজ্যের জনজীবন স্বাভাবিক রাখা হবে। সব কিছু চালু থাকবে। সরকারি কর্মীদের প্রতি সরকারের নির্দেশ, অবশ্যই সঠিক সময়ে অফিস আসতে হবে। দোকানপাট খোলা থাকবে। সরকার সেজন্য সবরকম ব্যবস্থা করবে। কারও কোনও ক্ষতি হলেও সরকার তা দেখবে। যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। যানবাহন স্বাভাবিক রাখতে হবে। এটাও সরকারি নির্দেশ। সরকারি বাস চলাচল করবে। বেসরকারি বাসও চলবে স্বাভাবিক নিয়মে। বাংলাকে সবক্ষেত্রে সম্পূর্ণরূপে সচল থাকতে হবে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি হল পারস্পরিক সৌজন্য ও সম্প্রীতির। সেই কৃষ্টির প্রতি সম্মান জানিয়ে পুলিশ আজ সবরকম সহযোগিতা করেছে। ধৈর্যের পরিচয় দিয়েছে।’