সংসদ ভবনের টাকা কৃষকদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল
কলকাতাঃ কৃষি আইন বাতিলের দাবিতে গড়ে ওঠা কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলছে বলে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আজ কলকাতার মেয়ো রোডে কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ‘কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকে চাপা দেওয়া হচ্ছে। আন্দোলন থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কৌশল করছে। আন্দোলনকে নষ্ট করার জন্য পাকিস্তান, চিনের হুজুগ তুলে দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’ নতুন সংসদ ভবনের শিলান্যাস প্রসঙ্গ নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই সময় নতুন সংসদ ভবন নির্মাণের কোন প্রয়োজন ছিল না। ওই টাকা কৃষকদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল।’