টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্যে। এরই মধ্যে ভূগোল এবং এডুকেশনের জন্য মাত্র ১৫০০ টাকার মাসিক সাম্মানিক ভাতায় চুক্তি-শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বিতর্কে জড়াল বীরভূমের একটি সরকারি স্কুল। সাঁইথিয়াযর জিউই তরঙ্গিনী উৎস বিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি ওই বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষক নিয়োগের জন্য সোমবার ইন্টারভিউ হবে। ওই বিজ্ঞপ্তি নিয়েই জেলায় শুরু হয়েছে জোর বিতর্ক। শিক্ষা মহলের একাংশ বলছে, এমনিতেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বহুদিন ধরে বন্ধ। তার উপর শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ভূরি ভূরি। এই অবস্থায় মাত্র ১৫০০ টাকার জন্য কতজন আবেদন করবেন, তা নিয়ে সংশয় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাঁইথিয়ার এক প্রবীণ শিক্ষাবিদ বলেন, এর থেকেই বোঝা যায়, রাজ্যে সরকারি শিক্ষার মান কোথায় নেমেছে। মাত্র ১৫০০ টাকার জন্য কোনও শিক্ষিত তরুণ-তরুণী আবেদন করবেন বলে মনে হয় না। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, বেশ কিছু আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। স্কুলের এক শিক্ষক বলেন, ওই দুই বিষয়ের দুই শিক্ষক সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন। তার জন্যই দু’জন শিক্ষক নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি এর মধ্যে কোনও অন্যায় দেখতে পাচ্ছেন না। ওই বিজ্ঞপ্তিতে দু’টি বিষয়ের জন্য অনার্স পাশ করা প্রার্থী চাওয়া হয়েছে। বলা হয়েছে, বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বিএড এবং অনার্স পাশ করা শিক্ষিত তরুণ-তরুণীরা মাত্র ১৫০০ টাকার জন্য কেন এই এই চুক্তি-শিক্ষকতা করতে আসবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।