জেলা

হিন্দ মোটরের ৭০০ একর জমি সরকার অধিগ্রহণ করবে, বললেন মুখ্যমন্ত্রী

হিন্দ মোটরে পড়ে থাকা জমি রাজ্য সরকার অধিগ্রহণ করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হিন্দ মোটরে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ওই কারখানায় ৭০০ একর জমি পড়ে আছে। আইনি পথে সেই জমি আমরা অধিগ্রহণ করব। সেখানে ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক হবে। আইটিআই হবে। শিল্প করবে বলে জমি ফেলে রাখা হয়েছে। সেই জমি বিক্রি করা যাবে না। মুখ্যমন্ত্রীর দাবি, হুগলিতে অনেক শিল্প হয়েছে। কিছু দিন আগে বর্ধমান থেকে গাড়িতে আসতে আসতে দেখছিলাম রাস্তার দু’পাশে প্রচুর কলকারখানা হয়েছে। এখনও লুকিয়ে চুরিয়ে বহু জমি পড়ে রয়েছে। সেগুলি উদ্ধার করে সেখানেও শিল্প গড়ে তোলা হবে। জেলার তৃণমূল নেতৃত্বের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কেউ যেন শিল্পপতিদের বিরক্ত না করে। মঞ্চ থেকেই তিনি দলের জেলা সভাপতি দিলীপ যাদবকে এ ব্যাপারে সতর্ক করে দেন।  তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় বিনিয়োগ আসছে। এক বছরে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সাম্প্রতিক বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৫ লক্ষ টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। তিনি আরও দাবি করেন, বীরভূমের ডেউচা-পাচামিতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। সেখানেও বিপুল পরিমান কর্মসংস্থান হবে।