কলকাতা

বাংলার বকেয়া টাকার ইস্যুতে রাজ্যপাল কথা বলতে পারেন প্রধানমন্ত্রীর দফতরে, শুরু তৎপরতা

একশ দিনের গ্রামীণ প্রকল্পের টাকার বঞ্চনা সহ যে অভিযোগ আজ তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে রেখেছে সেই অভিযোগ কেন্দ্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়ে যাবে রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর দফতরে এই বিষয়টি জানাতে চলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পাশাপাশি কেন্দ্রীয় কৃষি মন্ত্রকেও বিষয়টি জানাবেন তিনি। প্রয়োজনে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী সঙ্গেও ফোনে কথা বলবেন রাজ্যপাল। এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে, আজ থেকেই সেই তৎপরতা শুরু করল রাজভবন। আগামীকাল বা পরশুর মধ্যেই কলকাতায় ফিরতে পারেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এটাও জানা গিয়েছে যে, প্রয়োজনে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি গিয়েও কথা বলবেন তিনি।