‘কেন ফলকে অনুপস্থিত রবীন্দ্রনাথ’? বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে কৈফিয়ত তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘ফলক অস্থায়ী’, সাফাই বিশ্বভারতী কর্তৃপক্ষের। এদিকে পুজোর ছুটির আগে ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ লেখা তিনটি ফলক বসানো হয় শান্তিনিকেতনে। কিন্তু সেই ফলকে নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম! বদলে রয়েছে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। কেন? ক্ষোভে পড়েছেন বিশ্বভারতীর প্রাক্তনী, আশ্রমিক ও রবীন্দ্র অনুরাগীরা। অভিযোগ জানানো হয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে।এর আগে, গতকাল বৃহস্পতিবার শান্তিনিকেতন ফলক-বিতর্কে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। আজ, শুক্রবার যখন বিশ্বভারতীর কবিগুরু মার্কেটে ধরনা বসল তৃণমূল, তখন উপাচার্যের কাছে কৈফিয়ত চাইলেন রাজ্য়পাল। পদাধিকার বলেন তিনি বিশ্বভারতীর রেক্টর। রাজ্যপাল বলেন, ‘গুরুদেব বাংলা, ভারত ও সমগ্র মানবতার কাছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদার প্রতীক’।