সিনিয়র সিটিজেন্সদের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হারেও কোপ
একদিকে মহার্ঘ পেট্রোল-ডিজেল থেকে শুরু করে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। তার মধ্যেই মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো, পাঁচ রাজ্যে ভোটের মধ্যে স্বল্প সঞ্চয়ের সুদে আরও একবার কমিয়ে দিল মোদি সরকার। এবার পিপিএফ (PPF) ও স্বল্প সঞ্চয়ে সুদের হার কমাল কেন্দ্র সরকার। ২০২০-২০২১ আর্থিক বছরের শেষদিন অর্থাৎ বুধবার নয়া সুদের হারের ঘোষণা করল কেন্দ্র। অর্থনীতিবিদরা বলছেন, গত ৪৬ বছরের মধ্যে পিপিএফের সুদের হার এটাই সর্বনিম্ন।কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২০২২ আর্থিক বছরে পিপিএফ সঞ্চয়ে সুদের হার থাকবে ৬.৪ শতাংশ। এই হার ছিল ৭.১ শতাংশ। কমেছে স্বল্প সঞ্চয়ের সুদের হারও। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ থেকে কমে দাঁড়াল ৩.৫ শতাংশ। এক বছরের জন্য যাঁরা টাকা রাখবেন তাঁদের ত্রৈমাসিক সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৪.৪ শতাংশ। ধাক্কা খেয়েছে প্রবীণদের সঞ্চয়ও। নয়া বিজ্ঞপ্তি বলছে, প্রবীণদের সেভিংস অ্যাকাউন্টের ত্রৈমাসিক সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমিয়ে করা হল ৬.৫ শতাংশ। পিপিএফ বা সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমানো জেরে বিপাকে পড়বেন মধ্যবিত্তরা। ধাক্কা খাবেন সঞ্চয়ের উপর নির্ভর করে জীবন কাটানো প্রবীণরা। ওয়াকিবহাল মহল বলছে, সুদের হার কমানোর বিরূপ প্রভাব পড়বে ভোটবাক্সেও।