কলকাতা

২০২৩ সালে ছুটির তালিকা ঘোষণা করল রাজ্য সরকার

আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির তারিখ ঘোষণা করেছে নবান্ন। ২০২৩ সালে বেশকিছু অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। নবান্নের তরফে জারি করা ছুটির বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবসের ছুটি। কিন্তু ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন পড়েছে আবার সরস্বতী পুজো। তাই দুটো ছুটি একসঙ্গে পড়ায় বাড়তি একদিন ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ২৫ জানুয়ারি অতিরিক্ত ছুটি থাকবে। ফেব্রুয়ারি মাসেরর ১৪ তারিখে ছুটি থাকবে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে। দোলযাত্রার ছুটি ৭ মার্চ। এপ্রিল মাসে মোট ৫ দিন ছুটি পাবেন কর্মীরা। এই মাসের ৭ তারিখে পড়েছে গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল পড়েছে আম্বেদকর জয়ন্তী।  ১৫ এবং ২২ এপ্রিল যথাক্রমে বাংলা নববর্ষ ও ইদ-উল-ফিতর। মে মাসের ১, ৫ এবং ৯ তারিখে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও শ্রমিক দিবসের ছুটি। জুন মাসের ২৯ তারিখে রয়েছে বকরি ইদ। পরের মাসে  ২৯ জুলাই রয়েছে মহরম। অগাস্ট মাসে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি। সেপ্টেম্বর মাসে কোনও ছুটি নেই। অক্টোবর মাসে পুজোর মরসুমে ছুটি রয়েছে বহু। ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি থাকবে সরকারি দফতর। দশমীর পরেও পুজোর ছুটি শেষ হচ্ছে না। ২০২৩ সালের ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে সরকারি দফতরে।ওই মাসেই ২৮ তারিখ লক্ষ্মীপুজোর ছুটি। ১২ নভেম্বর  কালীপুজোর দিন  রবিবার পড়ায় অতিরিক্ত ছুটি দেওয়া হবে ১৩ ও ১৪ নভেম্বর। ১৫ অক্টোবর ছুটি থাকবে ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে। ১৫ তারিখে বীরসা মুণ্ডার জন্মদিন থাকায়, সেই ছুটিটা দেওয়া হবে ভাইফোঁটার পরের দিন ১৬ নভেম্বর। ২০২৩ সালে ছটপুজোও পড়েছে রবিবার। সেই কারণে পরের ২০ নভেম্বর অতিরিক্ত ছুটি থাকবে। গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে ২৭ নভেম্বর। বড়দিনের ছুটি থাকবে ২৫ ডিসেম্বর।কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই ছুটি থাকবে দার্জিলিং ও কালিম্পংয়ে। বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়েছে, রাজ্য সরকারের অধীনস্ত সব দফতরেই এই তালিকা মেনে ছুটি হবে। তবে কালেকটরের দপ্তর ও রেজিস্ট্রারের দফতরে এই বিজ্ঞপ্তি মেনে ছুটি হবে না বলে জানানো হয়েছে। দোলের পরের দিন, ইদের আগের দিন, রথযাত্রা, রাখী পূর্ণিমা, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজ দাহাম উপলক্ষেও ছুটি থাকবে বলে জানানো হয়েছে।