কলকাতা

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নয়া অধ্যক্ষ সহ ৪ জনকে সরিয়ে দিল রাজ্য

জুনিয়র ডাক্তারদের চাপের সামনে মাথানত করল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরিয়ে দিল রাজ্য সরকার। বুধবার রাতের দিকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পাশাপাশি নবনিযুক্ত সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিসট্যান্ট সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে জুনিয়র ডাক্তাররা যাতে দ্রুত কাজে যোগ দেন, সেই আর্জি জানান স্বাস্থ্যসচিব। যদিও মুখের কথায় আশ্বস্ত হতে পারছেন না আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, আগে লিখিত নির্দেশিকা বের হোক। তারপর তাঁরা নিজেদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।