গুজরাতের ছোটা উদয়পুর (সংরক্ষিত) কেন্দ্রে কংগ্রেসের ১০ বারের বিধায়ক মহাসিন রাথওয়া দল ছাড়লেন। তাঁর ছেলে রাজেন্দ্র সিং রাথওয়াকে প্রার্থী করেছে বিজেপি। তাই কংগ্রেসের ছেড়ে মহাসিন যোগ দিলেন বিজেপিতে। ভোটের আগে মোদী রাজ্যে দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। টিকিট না মিললেই দলবদল চলছে। তবে দলবদলের রাজনীতিত গুজরাটে এখন এগিয়ে বিজেপি। এদিকে, কংগ্রেসের মত নরেন্দ্র মোদীর রাজ্যে ধাক্কা খেল আম আদমি পার্টিও। গান্ধীনগরের দেহগামের আপ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গুজরাটে ভোট হবে দু দফায়। মোদী রাজ্য়ে ভোট ১ ও ৫ ডিসেম্বর। ফল ঘোষণা ৮ ডিসেম্বর।