ক্রাইম

অসমে কিশোরীকে ধর্ষণ-হত্যা মামলায় গ্রেফতার ১ পুলিশ ও ৩ সরকারি চিকিৎসক

কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার একজন পুলিশ অফিসার এবং তিন সরকারি চিকিৎসক। অসমের দারাং জেলার ঘটনা। মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার করে সিআইডি। ওই তিন চিকিৎসকের বিরুদ্ধেই কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই কিশোরী এক দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করত। গত জুন মাসে সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে গত অগাস্ট মাসেই সাসপেন্ড হন পুলিশের অ্যাডিশনাল সুপার রূপম ফুকান। আর এবার গ্রেপ্তার করা হল তাকে। একইসঙ্গে অরুণ চন্দ্র ডেকা, অজন্তা বরদোলুই এবং অনুপম শর্মা নামে মঙ্গলদাই সিভিল হাসপাতালের তিন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়েছে। এই তিন চিকিৎসকই ওই কিশোরীর ময়নাতদন্ত করেছিলেন।