ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আশারাম বাপু। গুজরাতের গান্ধীনগর আদালতের তরফে মঙ্গলবার স্বঘোষিত গুরুর শাস্তি ঘোষণা করা হয়। মহিলা শিষ্যের ধর্ষণকাণ্ডে আশারাম বাপুকে সোমবার দোষী সাব্যস্ত করে গান্ধীনগর আদালত। সোমবার গুজরাটের গান্ধীনগর আদালতের তরফে স্বঘোষিত ‘ঈশ্বর’ আশারাম বাপুকে মহিলা শিষ্যের ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই জানানো হয়, মঙ্গলবার আশারাম বাপুর সাজা ঘোষণা হবে ধর্ষণকাণ্ডে। সোই অনুযায়ী মঙ্গলবার দুপুর আশারাম বাপুর সাজা ঘোষণা করে গান্ধীনগর আদালত। গুজরাটের মোতেরায় আশারাম বাপুর আশ্রমে যাওয়াকালীন সময়ে স্বঘোষিত ঈশ্বর তাঁকে ধর্ষণ করেন বলে এক মহিলা মামলা দায়ের করেন। ১০ বছর আগের ওই ঘটনায় এবার শাস্তি পেলেন আশারাম বাপু।