কলকাতা

তপসিয়ার জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

তপসিয়ার ৪২ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জুতোর কারখানায় আগুন ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয়েছে দমকলের কর্মীদের ৷ জানা গিয়েছে বিকেল ৪টে নাগাদ তপসিয়ার ৪ নম্বর সাতগাঁছি এলাকার এই জুতোর কারখানায় আগুন লাগে। ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একদম কাছে জুতোর কারখানাটি থাকার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছতেই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তিন ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। পরবর্তীকালে দমকলের আরও ৪টি এলাকায় ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে দমকলকর্মীরা ওই পাঁচতলা বাড়ির ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। যে পাঁচতলা বাড়িটিতে আগুন লেগেছিল সেই বাড়ির দোতলায় জুতোর কারখানাটি ছিল। আগুন লাগার সময় বাড়ির তিনজন বাসিন্দা আটকে পড়েছিলেন। তাদের অক্ষত অবস্থায় বাইরে বের করে আনতে পেরেছে দমকল। দমকলের পাশাপাশি CESC ও কলকাতা পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য আশেপাশে বাড়িগুলিও খালি করে দেওয়া হয়েছে। তবে দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।