দেশ

আহমেদাবাদে আম আদমি পার্টি দপ্তরে অভিযান চালাল গুজরাত পুলিশ

আহমেদাবাদে আম আদমি পার্টিৗ দপ্তরে অভিযান চালাল গুজরাত পুলিস। রবিবার সকালে গুজরাত পুলিসের একটি দল আচমকাই আপ দপ্তরে ঢুকে অভিযান চালায়। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে আম আদমি পার্টি। এর আগে দিল্লিতেও সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। দুর্নীতির অভিযোগে জেল হেফাজতে রয়েছেন, কেজরিওয়াল সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সেকেন্ড ইন কমান্ড মনীশ সিসোদিয়ার বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। তখনও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানোর অভিযোগ তোলে আপ। উল্লেখ্য পরের বছরই গুজরাতে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই নির্বাচনে এবারে কংগ্রেস-বিজেপি ছাড়াও অন্যতম শক্তি হতে চলেছে আম আদমি পার্টি। সেই মতো নির্বাচনি প্রচার শুরুও করে দিয়েছে আম আদমি পার্টি। গুজরাত সফরে গিয়ে ঘুরে এসেছেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়া। সেই কারণেই কি আপের বিরুদ্ধে পুলিসকে কাজে লাগানো হচ্ছে! প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। এদিন কেজরিওয়াল টুইট করে বলেন, ‘ পুলিস আহমেদাবাদে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। আমাদের কর্মীরা সৎ। বিজেপি ভয় পেয়ে এই ধরণের কাণ্ড ঘটাচ্ছে’।