জলপাইগুড়ির কোরক হোমে কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গত ১৫ ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে ধৃত লাবু ইসলামের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই কিশোর কোচবিহারের টাপুরহাটের বাসিন্দা। হোম কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, লাবু ইসলাম আত্মঘাতী হয়েছে। কিন্তু লাবু ইসলামের মায়ের অভিযোগ ছিল হোমের ভেতর অত্যাচার করার ফলেই লাবু ইসলামের মৃত্যু হয়েছে। এই নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার কথা বলে আদালত। বৃহস্পতিবার সেই রিপোর্ট পেশ করা হলে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইকে তদন্ত শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নাবালকের মায়ের সম্মতিক্রমে তাঁর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।