জেলা মালদা

হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে মৃত ৩, আহত ১

হক জাফর ইমাম, মালদা: মালদার হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে মৃত্যু হল ৩ তিনজনের। গুরুতর আহত একজন। ঝড়বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, কিন্তু মালদায় তা একটু আগেই হয়। জানা গিয়েছে, বজ্রপাতের এই জেলার হরিশ্চন্দ্রপুরের তিনজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ বৃষ্টি শুরু হয় মালদায়। তার সঙ্গে ঘন ঘন বজ্রপাত। সেই সময় মাঠে কাজ করছিলেন ৩৩ বছরের মিঠু কর্মকার। তিনি হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের বারদুয়ারি দক্ষিণ রামনগর গ্রামের বাসিন্দা। তখনই তাঁর ওপর বাজ পড়ে মৃত্যু হয়। অন্যদিকে পাশেই বাইশা গ্রামের পিনু ওঁরাও ঝড়ের সময় পাশের আমবাগানে ছিলেন। তিনিও বাজের আঘাতে প্রাণ হারান। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামে সুলতান আহমেদও বজ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত হয়েছেন রামনগর এলাকার কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তি। তাঁকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।