দেশ

Manohar Lal Khattar Resign : ভাঙল বিজেপি-জেজেপি জোট! ইস্তফা দিলেন হরিয়ানায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

হরিয়ানায় ভেঙে গেল বিজেপি-জেজেপি জোট। হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর। মঙ্গলবার রাজ্যপাল বান্দারু দাত্তারেয়ার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় জোট কোন্দল এবং হঠাৎ করে মুখ্যমন্ত্রী পদে মনোহর লাল খট্টরের ইস্তফা প্রদান স্বাভাবিকভাবেই বিজেপির কাছে অস্বস্তিদায়ক হয়ে উঠেছে। হরিয়ানায় বিজেপি-জেজেপি জোট সরকার ছিল। যদিও সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি। ৯০টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার ৪০টি আসনেই ছিল বিজেপির সদস্য। সম্প্রতি লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে জেজেপি-র সঙ্গে বিজেপির বিরোধের সূত্রপাত হয়। জেজেপি ১০টি আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছে। কিন্তু, বিজেপি একটির বেশি ছাড়তে নারাজ। বিষয়টি নিয়ে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। কিন্তু, তারপরেও সমাধামন সূত্র হয়নি। অবশেষে সেই বিরোধের জেরেই এদিন মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বলে সূত্রের খবর। এছাড়া খট্টরকে নিয়ে বিজেপির অন্দরেও দ্বন্দ্ব চলছিল বলে সূত্রের খবর। মূলত খট্টরের বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ দানা বাঁধছিল। দ্বিতীয়বার কৃষক আন্দোলন মোকাবিলায় ব্যর্থতা। কংগ্রেস ও আম আদমি পার্টির সংগঠন আগের তুলনায় মজবুত হওয়ার কারণে চাপে ছিলেন মুখ্যমন্ত্রী খট্টর। এরপরেই সব জল্পনা সত্যি করে ইস্তফা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এবং ভেঙে যায় বিজেপি-জেজেপি জোট।