দেশ

হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২২, আয়োজকদের বিরুদ্ধে FIR, নাম নেই ভোলে বাবার

 উত্তরপ্রদেশের হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় বুধবার মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২২ জন এফআইআর-এ নাম নেই ভোলে বাবার ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত ২৮ জন প্রাণ হারান ৷ ইতিমধ্যেই, এই ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, এফআইআর-এ সংগঠনের প্রধান সেবাদার দেবপ্রকাশ মধুকর-সহ বাকি আয়োজকদের নাম উল্লেখ করা হয়েছে ৷ এফআইআর অনুযায়ী, আয়োজকরা প্রায় ৮০ হাজার ভক্তের জমায়েতের জন্য অনুমতি চেয়েছিলেন ৷ সেই মতো সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয় স্থানীয় প্রশাসনের তরফে ৷ অথচ অনুষ্ঠান শুরুর পর দেখা যায় সেখানে উপস্থিত হয়েছেন প্রায় আড়াই লক্ষ ভক্ত ৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ অন্যদিকে, মৃতদের মধ্যে ১৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ সেইসঙ্গে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷

আগ্রা জোন কন্ট্রোল- 7839866849

আলীগড় রেঞ্জ কন্ট্রোল- 7839855724

আগ্রা রেঞ্জ কন্ট্রোল- 7839855724

হাথরস কন্ট্রোল- 9454417377

ইটা কন্ট্রোল- 9454417438

আলীগড় কন্ট্রোল- 7007459568