কলকাতা

আজই নিউমার্কেটে হকার নিয়ন্ত্রণ অভিযান

ধর্মতলার নিউমার্কেটের পাঁচতারা হোটেলের সামনের ফুটপাতে হকার নিয়ন্ত্রণ করবে কলকাতা পৌরসভা। জানা গিয়েছে ধর্মতলার নিউমার্কেটে ফুটপাতের দুদিকে নয় এক দিকে বসবে হকার। মাত্র ১১৬ জন নথিভুক্ত হকারকে প্রাথমিকভাবে বসার সিদ্ধান্ত দেওয়া হবে। আজ দুপুরে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটির হকার নেতৃত্বরা অভিযানে যাবেন। আদালতের নির্দেশে পাঁচতারা হোটেলের প্রধান ফটকের দুদিকে পাঁচ ফুট করে ছেড়ে বসতে হবে হকারদের। সমস্ত হকারকে কীভাবে পুনর্বাসন দিতে পারে পৌরসভা, সেটাই এখন চ্যালেঞ্জের। পুরসভা সূত্রে খবর, টিভিসির কাছে ২০১৫ সালের যে রেকর্ড রয়েছে, তাতে ওই জায়গায় ১১৬ জন হকার নথিভুক্ত রয়েছে। সেই তালিকা নিয়েই প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের কাজ শুরু হবে। ওই তালিকাভুক্ত হকারদের ফের নিয়ম মেনে ব্যবসা করতে বলা হবে। ফুটপাতের এক তৃতীয়াংশেই করতে হবে স্টল। হকারদের অনেকেই জানিয়েছেন, ফুটপাতের এক দিকে বসতে হলে নথিভুক্ত ১১৬ জনকেই জায়গা দেওয়াই কঠিন। সেখানে এই তালিকার বাইরেও অনেক হকার রয়েছেন। অন্যদিকে, পুরসভার ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তালিকার বাইরে যেসব হকার রয়েছেন, তাঁদের আপাতত সেখান থেকে উঠিয়ে দেওয়া হবে। ওই এলাকার আশেপাশে ধর্মতলাতেই অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রশাসন।