কলকাতা

ইডির নিষেধাজ্ঞা নাকচ, অভিষেককে বিদেশে গিয়ে চিকিৎসায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

চিকিৎসার জন্য বিদেশে যেতে কোনও বাধা রইল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি দিয়েছে ৷গত কয়েকমাসে বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির জেরার মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি ইডি তাঁর বিদেশযাত্রা নিয়ে আপত্তি তোলে ৷ যদিও অভিষেকের দাবি, তিনি চিকিৎসার জন্য দুবাই যেতে চান ৷ সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ শুনানির পর কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা নেই ৷ আদালত ডায়মন্ড হারবারের সাংসদকে ২-১০ জুন বিদেশে থাকার অনুমতি দিয়েছে ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে যে বিদেশে যাওয়া-আসার বিমানের টিকিট, বিদেশে কোন হোটেলে থাকবেন আর বিদেশে চিকিৎসার সব নথি ইডির কাছে জমা দিতে হবে অভিষেককে ৷ আদালত জানিয়েছে, জীবনের অধিকার সব থেকে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার । এর সঙ্গে যুক্ত চিকিৎসার বিষয় । একজন ব্যাক্তিকে জোর করে আটকানো যায় না চিকিৎসার ব্যাপারে ৷ যদি তিনি বিদেশে গিয়ে ভালো চিকিৎসা পাবেন মনে করেন, রাষ্ট্র তাঁকে আটকাতে পারে না ।