জেলা

দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থায় প্রস্তাবে বাধা নেইঃ হাইকোর্ট

ফের বিপাকে পড়লেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। অনাস্থা প্রস্তাব আনা আটকাতে চেয়ারম্যান এবং হামরো পার্টি দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। তবে আদালতের রায়, অনাস্থা প্রস্তাব আনায় কোনও বাধা নেই। এই রায়ের পরে জোর কদমে অনাস্থা আনার (পুর আইন, ১৯৯৫) প্রস্তুতি শুরু করেছে গোর্খা প্রজাতান্ত্রিক দল।সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে খারিজ হল পুরসভার চেয়ারম্যানের আর্জি। উল্লেখ্য, আদালতের রায়ে স্পষ্ট হল, বুধবার দার্জিলিং পু্রসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনাতে আর কোনও বাধাই থাকল না অনীত থাপার দলের। প্রসঙ্গত, চেয়ারম্যানের মতোই হামরো পার্টি অনাস্থা আটকাতে চেয়ে দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের। সেই আর্জিও এদিন খারিজ হয়ে যায়।