কলকাতা

‘কোনও ভাবেই বাড়তি বেড ভাড়া নয়’, বেসরকারি হাসপাতালগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশিকা স্বাস্থ্য কমিশনের

কলকাতাঃ কোনওভাবেই অতিরিক্ত বেড ভাড়া বা CCU ভাড়া নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। ১ মার্চ পর্যন্ত যে নির্দিষ্ট ভাড়া নেওয়া হত, তাইই নিতে হবে। ইতিমধ্যে যেসব বেসরকারি হাসপাতাল ভাড়া বাড়িয়েছে, তাদের ফের কমিয়ে আগের ভাড়া রাখতে হবে। তা হাসপাতালের ডিসপ্লে বোর্ডে স্পষ্ট করে লিখে রাখতে হবে, যাতে রোগীর পরিবারের কাছে এই তথ্য থাকে। আজ স্বাস্থ্য কমিশনের বৈঠকে এ নিয়ে কড়া নির্দেশ দিলেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। এদিন জারি করা হয়েছে আরও ৪টি অ্যাডভাইজরি। করোনা পরিস্থিতিতে রাজ্যের চিকিত্‍সা পরিষেবা নিয়ে ওঠা অভিযোগের পাহাড় সামলাতে নতুন কয়েকটি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য কমিশন। এছাড়া ওষুধে ১০% ছাড় দিতে হবে, আক্রান্তের পরিবার বাইরে থেকেও ওষুধ আনতে পারেন।তুলো, ব্যান্ডেজ, গ্লাভস, পিপিই-সহ অন্যান্য জিনিসে ২০% ছাড় দিতে হবে। ডাক্তারদের ভিজিট হাজার টাকার বেশি হবে না। ক্রিটিক্যাল কেয়ারে একাধিকবার ভিজিটের ক্ষেত্রে আরও ১ হাজার টাকা নেওয়া যাবে। বেড চার্জ-সহ চিকিৎসার খরচ ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে। অন্তত ৩টি জায়গায় ডিসপ্লে বোর্ড থাকতে হবে। বেসরকারি হাসপাতালে পরীক্ষার রিপোর্টের খরচ খতিয়ে দেখবে বিশেষ কমিটি। স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা সব হাসপাতালে টাঙিয়ে রাখতে হবে। এর আগে করোনা টেস্টের খরচ, পিপিই-মাস্ক-গ্লাভসের খরচ বেঁধে দেয় স্বাস্থ্য কমিশন। তারপরও ঘুরপথে টাকা আদায় চলছে বলে অভিযোগ ওঠে। এবার আরেকদফা নির্দেশিকা দিল কমিশন। দাওয়াইয়ে বেসরকারি হাসপাতালের অসুখ সারার আশায় রাজ্যবাসী।