দেশ

আজ সুপ্রিমকোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি

আজ সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত  মামলাটি শুনানির জন্য নথিভুক্ত আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে করা স্পেশাল লিভ পিটিশনটি (এসএলপি) ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে  উঠেছিল। কিন্তু ওইদিনের নথিভুক্ত মামলার তালিকায় অনেক পরে থাকায় (৫৭ নম্বর) সময়ের অভাবে বিচারপতিরা মামলাটি শুনতে পারেননি। তখনই ৫ ডিসেম্বর সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। রাজ্যের করা এসএলপি’টি আরও  শুনানির জন্য গৃহীত হবে না বাতিল হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর ডিএ মামলার হাইকোর্টের শুনানি নির্ভর করছে। সরকারি কর্মীদের একাধিক সংগঠন ডিএ মামলা নিয়ে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছে। ৩০ নভেম্বর হাইকোর্টে মামলাটি ওঠে। কিন্তু সুপ্রিম কোর্ট এসএলপি’টি শুনবে এই কারণে হাইকোর্ট ৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে।