কলকাতা

‘কাজ পাবেন ১০ হাজার মানুষ, ২ বছরেই রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করবো’, জানালেন ডা দেবী শেঠি

বাংলায় বিনিয়োগ করতে পারে সুদূর রাশিয়া থেকে। এমনটাই সূত্রের খবর। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ। পাশাপাশি এবার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এমনসব খবরের মধ্যে বড় কথা শোনালেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা দেবী শেঠি। একসময় কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ছিলেন ডা দেবী শেঠি। বাংলা ছেড়ে তিনি এখন কর্ণাটকে তৈরি করেছেন নারায়ানা হৃদয়ালয়ের মতো নামী হাসপাতাল। এবার বিশ্ববঙ্গ সম্মেলনে এসেছেন ডা দেবী শেঠি। সেখানেই তিনি বাংলার জন্য ভালো খবর শোনালেন। দেবী শেঠি বলেন, ৩৩ বছর আগে যখন এসেছিলাম তখন আমি জুনিয়র হার্ট চিকিৎসক। ইচ্ছে ছিল সমাজের গরিব মানুষের হৃদরোগের যেভাবে চিকিত্সা হয় তা বদল করা। বাংলার মানুষ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। শুধু হার্টের চিকিত্সাই নয়, গোটা দেশে চিকিত্সা ব্যবস্থাই বদলে গিয়েছে। বাংলার মানুষ আমাকে রিয়েল লাইফ হিরো বানিয়েছে। বাংলার কাছে কৃতজ্ঞ এইজন্য যে বাংলা গোটা দেশকে পথ দেখিয়েছে। আমার একটা স্বপ্ন রয়েছে। এই শহরে আমি একটি হাসপাতাল গড়ব। যে হাসপাতালে হার্টের চিকিত্সা, ক্যান্সারের চিকিৎসা , অরগ্যান ট্রান্সপ্ল্যান্ট হবে। হাজার শয্যা থাকবে ওই হাসপাতালে। দেশের সামনে ওই হাসপাতাল একটি উদারহণ হয়ে থাকবে। আশাকরি আগামী ২ বছরের মধ্যে তা হয়ে যাবে। এর জন্য আমরা হাজার কোটি টাকা বিনিয়োগ করব। সেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে  কাজ পাবেন ১০ হাজার মানুষ। শেষবার যখন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসেছিলাম তখনই বলেছিলাম আমি আমার শেষ পেনিটা পর্যন্ত এখানে বিনিয়োগ করব।