দেশ

Heatwave : ভোটের মুখে একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

আগামী এক সপ্তাহ বহু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দেশের মধ্য এবং পশ্চিমের রাজ্যগুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। ৬ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও চড়া রোদে অস্বস্তি বজায় থাকবে। ৫ এপ্রিল পর্যন্ত উত্তর কর্ণাটকের জেলাগুলিতে, ৮ এপ্রিল পর্যন্ত গোয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। ওড়িশার অধিকাংশ জেলাতেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। দিল্লিতেও ঊর্ধ্বমুখী পারদ। তবে বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।