দক্ষিণবঙ্গের দুর্যোগের আশঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্মচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের দীঘা-সাগর এলাকার কাছাকাছি চলে এসেছে। যার ফলে আজ, শুক্রবার দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে। উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরই সঙ্গে উপকূল এলাকায় ঝোড়ে হাওয়া বইবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। ভারী বৃষ্টিপাত হবে কলকাতা, হুগলি, হাওড়া ও দুই বর্ধমানে। অন্যদিকে, শুক্রবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে মৎসজীবী থেকে শুরু করে নদীর উপকূলবর্তী মানুষজনকে সাবধান করতে মাইকে ঘোষণা করছে পুলিশ। ঝোড়ো হাওয়া বইছে দিঘা-তাজপুর-মন্দারমণিতেও। অতি গভীর নিম্নচাপ এরপর ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে আজ সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে আজ ও আগামী ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।