দেশ

একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ স্কুল, জারি লাল সতর্কতা  

ভারী বৃষ্টির জন্য মুম্বইয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার জেরে মুম্বই এবং শহরতলিতে বৃহস্পতিবার স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হল। বৃহন্মুম্বই পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত মুম্বইয়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ সম্পর্কিত বিষয়ে একগুচ্ছ দাবি রাখা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। বুধবারই বিষয়টি নিয়ে জিবি বৈঠক করেন তাঁরা। এরপরেই জুনিয়র ডাক্তাররা ই-মেল করে যে বিষয়গুলি জানিয়েছেন, সেগুলি হল – সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’ -এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করা হয়নি। প্রতিটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠনের পদক্ষেপ করা হয়নি। মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করার কথা জানানো হয়েছিল। সেই বিষয়ে এখনও কোনও সদর্থক বার্তা মেলেনি। নির্বাচনের জন্য কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দিতে হবে বলে জানান তাঁরা। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে জল জমে গিয়েছে। কোমর সমান জলে মানুষকে হেঁটে যেতে দেখা গিয়েছে। বিভিন্ন এলাকায় প্রবল যানজট তৈরি হয়েছে। ভান্ডুপের মতো জায়গাায় রাস্তায় জলস্রোত বইছে। জল জমে দিয়েছে ওয়েস্টার্ন এক্সপ্রেস, ইস্টার্ন ফ্রিওয়ে’তে। সেই পরিস্থিতিতে খুব প্রয়োজন না থাকলে সাধারণ মানুষকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম এবং মুম্বই পুলিশ কর্তৃপক্ষ।