ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সর্তকতা জারি হয়েছে রাজ্যজুড়ে। কলকাতাতেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই যাবতীয় প্রস্তুতি রাখছে কলকাতা পুরসভাও। শহরের ৭৪টি পাম্পিং স্টেশনের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। খোলা রাখা হয়েছে কন্ট্রোল রুম। গাছ পড়লে তা দ্রুত সরানোর জন্য বড় ১৩টি এবং ছোট ৭টি মেশিন তৈরি রাখা হয়েছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, নবান্নের নির্দেশমতো দুর্যোগ মোকাবিলায় পুরসভা তৈরি আছে। তবে কলকাতায় ঝড়ের সম্ভাবনা নেই বলেই শুনেছি। ভারী বৃষ্টি হতে পারে। জলমগ্ন হলে যাতে দ্রুত জল নামানো যায় সেই ব্যবস্থা থাকছে। ঘূর্ণিঝড় উম-পুনের সময় গাছ পড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল শহর। এবার আর ঝুঁকি না নিয়ে যাবতীয় প্রস্তুতি আগেভাগেই সেরে রাখছে পুর-কর্তৃপক্ষ।