কলকাতা

বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা, মত্‍সজীবিদের সমুদ্রে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে বাংলার উত্তর এবং দক্ষিণের জেলাগুলোতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের মতে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে ২৬ জুলাই নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হবে। সেই সঙ্গেই উপকূলবর্তী জেলাগুলোতে

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ–সহ দু–এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে হওয়া এই বৃষ্টিপাত জারী থাকবে আগামী সপ্তাহ অবধি। জানা গেছে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে ২৩ শে জুলাই একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবার বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ শে জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে দুইবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। ২২ থেকে ২৫ তারিখ মত্‍সজীবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।