কলকাতা

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৩ জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

আজ ভোরে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ভোরে একদফা বৃষ্টি হয়ে গিয়েছে। আগামীকাল সকালে এটি ওড়িশা উপকূলের আরও কাছে পৌঁছাবে। ১৮ই নভেম্বর বিকেলে এটি পৌঁছাবে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। মৌসম ভবনের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী এই সিস্টেমের গতিবেগ ঘন্টায় ১১ কিলোমিটার। বিশাখাপত্তনম থেকে ৪২০ কিলোমিটার, পারাদ্বীপ থেকে ৫৫০ কিলোমিটার এবং দীঘা থেকে ৭১০ কিলোমিটার দূরে এটির অবস্থান লক্ষ্য করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কথা আগেই বলেছিল আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব  মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এই জেলাগুলির কিছু  এলাকায় ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায়।