নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি । সেই সঙ্গে রয়েছে পূবালী হাওয়ার দাপটও । রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে ৷ গত ২৪ ঘণ্টায় শহরে ১৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ সোমবার সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা শহর কলকাতার আকাশে । সেই সঙ্গে অনবরত বৃষ্টি । একই পরিস্থিতি আশেপাশের জেলাগুলিতেও। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও ৷নিম্নচাপের গতিপথ পর্যবেক্ষণ করে আগেই দুর্যোগের পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে বলে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ বুধবার লক্ষ্মীপুজো পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং মেদিনীপুর এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে তারা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি চলতে পারে ৷ আগামী ২৪ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে ৷ ঝোড়ো হাওয়ার দাপটও চলবে ৷ দুই পরগনা এবং মেদিনীপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ নদিয়া, হাওড়া, হুগলিতেও সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়ার ৷ আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷