ফের এক বার প্লাবনের মুখে দাঁড়িয়ে আছে বাণিজ্য নগরী। মুম্বই এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে যার ফলে রেলওয়ে ট্র্যাক-সহ বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ট্রেন এবং যানবাহন চলাচলের গতি কমেছে অনেকটাই। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার পরিস্থিতির পর্যালোচনা করেছেন এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।অনেক শহর, যেমন চিপবলুন, বৈভবওয়াড়ি, আম্বেত, খেড, পোলাদপুরের রাস্তা ভেসে গিয়েছে জলে। বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এ ছাড়া রত্নগিরি জেলার পাহাড় প্রভাবিত এলাকার বেশ কয়েকটি স্থানে ধসের ঘটনাও প্রকাশ্যে এসেছে। এ ছাড়া আরব সাগরের ধারে একাধিক ছোট গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। প্রধান দুটি নদী, বশিষ্ট ও জগুবন্দির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অবরুদ্ধ হয়ে পড়েছে বাণিজ্য নগরীর অধিকাংশ রাস্তা। আশেপাশের অনেকগুলি শহরও এই একই সমস্যায় ভুগছে। এ ছাড়া কুন্দলিকা নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কঙ্কন, গোয়া, গুজরাত এবং মহারাষ্ট্রের অন্যান্য এলাকায়। আগেই আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করে জানিয়ে ছিল, গত ৫-৯ জুলাই, টানা পাঁচদিন অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে ৷