দেশ

ভারী বৃষ্টির পূর্বাভাস জারি মুম্বইয়ে, সতর্ক করা হল মত্‍স্যজীবীদের

মুম্বই, থানে এবং পালঘরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল দিল্লি আবহাওয়া দফতর। আগামী ৩ এবং ৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে এই তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। এই দু’দিনে গোয়াতেও জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ৫ দিনে সমুদ্রের জলচ্ছ্বাসও দেখা যেতে পারে। আইএমডি-র তরফে জানানো হয়েছে, “মুম্বই, থানে, পালঘরের বেশ কিছু এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া এই তিন জেলার সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।” মত্‍স্যজীবীদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে এবং সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ দিন জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।