জেলা

মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা, অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

হলদিয়ায় মেডিক্যাল কলেজেরপড়ুয়াদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার ১। অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। হলদিয়ার বন বিষ্ণুপুর বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলাদের পোশাক পরিবর্তনের ঘরের দেওয়ালে গোপন ক্যামেরা লাগানো নিয়ে অভিযোগ দায়ের হল হলদিয়ার ভবানীপুর থানায়। পড়ুয়াদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা রাখার ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা। যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলেজ চত্ত্বরে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া। হলদিয়াতে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে রাজ্য ও ভিন রাজ্যের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য আসেন। তারই সঙ্গে যুক্ত হলদিয়ার বেসরকারি চিকিৎসা সংস্থা বিসি রায় হাসপাতালের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা। নড়েচড়ে বসে প্রশাসন। সুরজিৎ ধাড়া নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সুরজিৎ ধাড়া ওই হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী। ক্যামেরাটি উদ্ধার করা হয়। ধৃত সুরজিতের বাড়ি হলদিয়া থানা এলাকায়। আইপিসি ৩৪৫ সি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে ধৃতকে হলদিয়া আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।