কলকাতা

CBI আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, লালন মামলায় সিবিআইকে ‘রক্ষাকবচ’ দিল হাইকোর্ট

লালন মামলায় সিবিআইকে ‘রক্ষাকবচ’। ‘সিবিআই আধিকারিকদের কড়া পদক্ষেপ নয়’, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ‘তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সিআইডি। বয়ান রেকর্ড-সহ তদন্ত প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে’।  সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্য়ুর ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে লালন শেখের মৃত্য়ুর ঘটনায় এফআইআর-এ নাম থাকা কয়লা বা গরু পাচার মামলায় যুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও চূড়ান্ত পদক্ষেপ করতে পারবে না সিআইডি। এ দিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কঠোর পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে রাজ্য়ের তদন্তকারী সংস্থাকে। পাশাপাশি, লালন শেখের স্ত্রীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।