লালন মামলায় সিবিআইকে ‘রক্ষাকবচ’। ‘সিবিআই আধিকারিকদের কড়া পদক্ষেপ নয়’, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ‘তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে সিআইডি। বয়ান রেকর্ড-সহ তদন্ত প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে’। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্য়ুর ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি। তবে লালন শেখের মৃত্য়ুর ঘটনায় এফআইআর-এ নাম থাকা কয়লা বা গরু পাচার মামলায় যুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও চূড়ান্ত পদক্ষেপ করতে পারবে না সিআইডি। এ দিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কঠোর পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে রাজ্য়ের তদন্তকারী সংস্থাকে। পাশাপাশি, লালন শেখের স্ত্রীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।