কলকাতা

নির্বাচন পরবর্তী হিংসাঃ প্রশ্নের মুখে তদন্ত, নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় সোমবার তদন্ত রিপোর্ট জমা পড়ল হাই কোর্টে। তারপরেই হাই কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। হাই র্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল প্রশ্ন করেন তদন্তের জন্য যে সব অফিসার নিয়োগ করা হয়েছে তাদেরকে রাজ্য নিয়োগ করেছে নাকি SIT? এই নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের পরামর্শ নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নও করেন তিনি।  হাই কোর্ট জানায় তারা একটা কমিটি করে দিয়েছেন কিন্তু তার রিপোর্টে কোনও ‘মিনিটস’ নেই এবং কমিটির প্রধান মঞ্জুলা চেল্লুরের সুপারভিশনও নেই। অসন্তুষ্ট হাই কোর্ট জানায় কমিটি নিজের ইচ্ছামত কাজ করছে এবং নিজেদের মধ্যে কোনও কোঅর্ডিনেশন নেই। কোন কোন ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং কেন শুনানিতে জিপি নেই সেই প্রশ্ন করে কোর্ট। জিপির কাছে মামলার গুরুত্ব সম্পর্কে প্রশ্ন তোলে কোর্ট। কোর্ট জানিয়ে দেয় মঞ্জুলা চেল্লুরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি কর্ণাটক রাজ্যে থাকেন। তার নিরাপত্তার নিরাপত্তার বিষয়টা দেখবে রাজ্য। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে নভেম্বরের ৮ তারিখ।