কলকাতা

বারবার একই রিপোর্ট জমা দিচ্ছেন কেন, কুন্তলের চিঠি মামলায় হাইকোর্টের তোপের মুখে ইডি

কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়তে হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। বারবার একই রিপোর্ট জমা দিচ্ছেন কেন কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল ইডিকে । শুক্রবার এই মামলায় ইডির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা । শুক্রবার এই সংক্রান্ত মামলায় মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করে ইডি । সেই রিপোর্ট দেখে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা ।তিনি প্রশ্ন তোলেন রিপোর্টে তদন্তে কোনও অগ্রগতির উল্লেখ নেই । যা যা রিপোর্টে লেখা তার সবটাই তাঁর জানা । তাহলে পুরনো তথ্য মুখবন্ধ খামে দেওয়ার অর্থ কী ইডির কাছে বিচারপতি জানতে চান তদন্তে নতুন কী খুঁজে পাওয়া গেল ইডির তরফে রিপোর্ট পেশের জন্য কিছু সময় চাওয়া হয়েছে এ দিন । এরপর তিনি সিবিআই ও ইডির কাছে আগামী বুধবারের মধ্য়ে ফের রিপোর্ট চেয়েছেন ।