রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে উচ্চ আদালতের নির্দেশে তৈরি মানবাধিকার কমিশনের সদস্যরা কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন, তা নিয়ে তীব্র ভর্ত্সনার মুখে পড়ল রাজ্যের পুলিশ প্রশাসন। যাদবপুরে তাঁদের ঘিরে বিক্ষোভের ঘটনায় ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রশিদ মুনির খানকে শোকজ করেছেন কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। পরবর্তী শুনানি হবে আগামী ১৩ জুলাই। ওইদিনের মধ্যেই রশিদ মুনির খানকে শোকজের জবাব দিতে হবে। উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে যাদবপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে যান কমিশনের সদস্যরা। তাঁদের সঙ্গে বিজেপির কর্মীরাও ছিলেন বলে খবর। কমিশনের সদস্যদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, তাঁদের লাঠির ঘায়ে জখম হয়ে ৭ জন বিক্ষোভেকারী মহিলা হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।