শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের তরফে মঙ্গলবার এমনই নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ, যে কেউ সন্দেশখালির শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। প্রসহ্গত শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছ বিরোধী দলগুলি। শাহজাহান সন্দেশখালিতেই রয়েছে, তা সত্ত্বেও কেন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে স্থানীয় মহিলাদের একাংশও প্রশ্ন তুলতে শুরু করেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, অপরাধ করলে ছাড় নেই। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে শিগগিরই।