কলকাতা

‘পঞ্চম দফার দিনেই ধাক্কা খেল বিজেপি’, বিজ্ঞাপন দিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের

রাজ্যে বিজেপির বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের৷ আপাতত ওই নির্দিষ্ট বিজ্ঞাপন কোনও সংবাদমাধ্যমে দেওয়া যাবে না৷ বিচারপতি নির্দেশ দিয়ে বলেছেন, ‘যে কোনও ধরনের সংবাদমাধ্যমে এখন আর এই ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি৷ গত ৪,৫,১০ এবং ১২ মে বিভিন্ন সংবাদমাধ্যমে যে বিজ্ঞাপন প্রকাশ করেছিল বিজেপি, সেই রকম কোনও বিজ্ঞাপন আর প্রকাশ করা যাবে না৷ কড়া নির্দেশ দিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই কথা জানিয়েছেন৷ স্পষ্ট বলা হয়েছে, যে কোন ধরনের সংবাদমাধ্যমে এখন আর এই ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি। বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল কমিশন সেটা করেনি, এই মন্তব্যও করেছেন বিচারপতি। শুনানিতে বিজেপির পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। এবং বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মে কোন তথ্যও আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। তবে বিচারপতি বলেছেন, আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে এমন কোনও বিজ্ঞাপন দেওয়া যাবে না বলেই জানিয়েছেন বিচারপতি৷ মোট দু’টি বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল৷ কমিশন তৃণমূলের অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ করেনি কমিশন, এই অভিযোগে মামলা করা হয়েছিল৷ সেই মামলার ক্ষেত্রেই আদালত এই কথা বলেছে৷