কলকাতা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জারি একগুচ্ছ নির্দেশিকা

২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হবে অফলাইনেই। তবে তা হবে হোম সেন্টারে। এরই মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদের তরফে।

এক নজরে দেখে নেওয়া যাক কী কী নিয়ম থাকছেঃ

• কোভিড বিধি অনুযায়ী প্রয়োজনীয় দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলিকে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে
• পরীক্ষক যদি মনে করেন, কোনও পরীক্ষার্থী কোভিডের মতো কোনও স‌ংক্রামক রোগে আক্রান্ত তাহলে তিনি সেই পরীক্ষার্থীকে সকলের থেকে আলাদা বসাতে পারেন
• আক্রান্ত রোগীদের পরীক্ষার খাতাও রাখা হবে আলাদা। আলাদা খামে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে তা পাঠাতে হবে
• অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে বা পরীক্ষাকেন্দ্রে কোনও অসদুপায় অবলম্বন করলে ওই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে
• পরীক্ষা কেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা, ৫০ মিটারের মধ্যে কোনও জমায়েত করা যাবে না