কলকাতা

হাইল্যান্ড পার্কের কাছে পানশালায় বচসা! চলল গুলি, গ্রেফতার এক

কলকাতার হাইল্যান্ড পার্কের কাছে এক নামি পানশালায় বচসা, গুলি চালানোর ঘটনায় কলকাতা পুলিশের সার্ভে পার্ক থানা গ্রেফতার করল এক ব্যক্তিকে। পানশালায় বসার জায়গা নিয়ে বচসার জেরে পিন্টু বাগ নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে হাতে গুলি করার অভিযোগ উঠল আর এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পিন্টু তার এক বন্ধু জিৎ মুখোপাধ্যায়  নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে হাইল্যান্ড পার্কের এক পানশালায় আসেন। অভিযোগকারী পিন্টু বাগের বক্তব্য, বসার আসন নিয়ে দুই অজ্ঞাতপরিচয় যুবকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। এরপর তিনি পানশালার বাইরে বেরোতেই তাঁকে টানতে টানতে ওই দুই যুবক একটি গাড়িতে নিয়ে গিয়ে তোলেন বলে অভিযোগ।  যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে খুনের চেষ্টার অভিযোগ উঠল। পানা পুকুরে লাফ দিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন আক্রান্ত। তাঁর আরও দাবি, গাড়িতে তাঁর চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল ওই ব্যক্তিরা। তাঁর সোনার হার, ২০ হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন পিন্টু। এই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া কামালগাজিতে।  সেখানে পিন্টুর চোখের বাঁধন খুলে দিয়ে তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছোড়ে অভিযুক্ত বলে অভিযোগ। যদিও একটি গুলি লক্ষভ্রষ্ট হলেও অন্য গুলিটি লাগে পিন্টুর বাম হাতে। প্রাণে বাঁচতে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালায় পিন্টু, পরে রবিবার সকালে গাঙ্গুলিবাগান এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় পিন্টু বাগ। আক্রান্ত পিন্টু বাগের দাবি, শনিবার রাতে এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান তিনি। অভিযোগ, সেখানে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। আক্রান্ত যুবকের দাবি, এরপর সেই পানশালা থেকে বেরিয়ে আসেন। পুলিশ সূত্রের খবর অভিযোগপত্রের সঙ্গে মেডিক্যাল রিপোর্টও জমা দেয় সার্ভে পার্ক থানায়। অভিযুক্ত বাপি মাঝে মধ্যে এলেও পিন্টু অপরিচিত। সার্ভে পার্ক থানার পুলিশ অভিযোগ নেওয়ার পরে খুনের চেষ্টা, অপহরণ, ডাকাতি-সহ অস্ত্র আইন ধারা প্রয়োগ করে বাপিকে গ্রেফতার করে। নরেন্দ্রপুরের বাসিন্দা বাপি ও পিন্টুর ক্রিমিনাল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত যুবক এলাকায় মাটি ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে কি সিন্ডিকেট বিবাদের জেরেই এই শ্যুটাউট? না কি স্রেফ পানশালায় বসা নিয়ে বিবাদ?