দেশ

রাজ্যজুড়ে আর্থিক সংকট, মন্ত্রী-আমলাদের ২ মাস বেতন বন্ধ, ঘোষণা হিমাচলের মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে চলছে আর্থিক সংকট। ফলে দু’মাস বেতন পাবেন না হিমাচল প্রদেশের মন্ত্রীসহ উচ্চপদস্থ সরকারি আমলারা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, রাজ্যের সমস্ত মন্ত্রী, মুখ্য সংসদীয় সচিব (CPS) এবং ক্যাবিনেট পদমর্যাদার সদস্যরা দুই মাস বেতন পাবেন না। কারণ রাজ্যে আর্থিক সংকট চলছে। মুখ্যমন্ত্রীর কথায়, “মন্ত্রীসভায় আলোচনার পর, মন্ত্রীসভার সব সদস্য সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন না রাজ্যের আর্থিক উন্নতি হচ্ছে, ততদিন আমরা কোনও বেতন নেব না। আগামী দু’মাস বেতনের পাশাপাশি টিএ ও ডিএ নেব না।” একইসঙ্গে রাজ্যের সমস্ত বিধায়কদের বেতন না নিতেও পরামর্শ দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। সুখু বলেন, “অর্থের পরিমাণ খুব ছোট, কিন্তু এটি একটি প্রতীক। আমি সমস্ত বিধায়কদেরও এই বিষয়ে অবদান রাখার অনুরোধ করছি।”